অবৈধভাবে গণভবনে প্রবেশের চেষ্টার ঘটনায় করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাওহীদের সদস্য এস এম রায়হান কবিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
Advertisement
বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাত আড়াইটার সময় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত গণভবনের দুই নম্বর প্রবেশপথে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের না বলে ভেতরে ঢোকার চেষ্টা করেন রায়হান।
ধরা পড়ার পর দায়িত্বরত পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের জিজ্ঞাসাবাদে রায়হান বলেন, তিনি হিযবুত তাওহীদের সঙ্গে যুক্ত। তার মোবাইল ফোন জব্দ করলে দেখা যায় যে, তিনি নিজের ছবি সম্বলিত ‘মারিয়ম তনয় ঈশা’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে হিযবুত তাওহীদের নেতা হিসেবে কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
Advertisement
২০১৮ সালের ১৫ অক্টোবর শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক আব্দুর রশীদ সরকার তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
রায়হানের বাবা এস এম এমদাদুল হক এবং তার সাবেক আইনজীবী আসাদুজ্জামান উজ্জ্বল আদালতে দাবি করেছিলেন, রায়হান মানসিকভাবে অসুস্থ। ৭ বছর ধরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা চলছিল তার।
জেএ/এমএসএইচ/এমকেএইচ
Advertisement