পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান। আর এ সফরে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও শফিক স্তানিকজাই বলেন, ইনজামাম আপাতত জিম্বাবুয়ে সফর পর্যন্ত আছেন। তবে দুই পক্ষই মতৈক্য পৌঁছালে লম্বা সময়ের জন্য মোহাম্মদ নবিদের কোচ হতে পারেন তিনি।২০০৭ সালে অবসর নেওয়ার পর থেকে ক্রিকেটের সঙ্গে খুব একটা যুক্ত নন ইনজামাম। মাঝে মধ্যে টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবে থাকা ছাড়া ধর্মীয় আচার ও ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন তিনি। গত অগাস্টে অ্যান্ডি মোলসের সঙ্গে চুক্তি নবায়ন না করায় এত দিন কোনো প্রধান কোচ ছিল না আফগানিস্তানের। উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে তাদের সফরটি শুরু হবে।এমআর/এমএস
Advertisement