রাজনীতি

ছাত্রদলের সভায় দুই দফায় হাতাহাতিতে জড়ালেন নেতাকর্মীরা

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুই দফায় হাতাহাতিতে জড়িয়েছেন নেতাকর্মীরা। আর সভাস্থলের বাইরে হয়েছে ককটেল বিস্ফোরণও।

Advertisement

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সভা শুরু হলে ঘণ্টাখানেকের মধ্যে দুইবার হাতাহাতি হয় নেতাকর্মীদের মধ্যে।

এরপর দুপুর সোয়া ১২টার দিকে ইনস্টিটিউশনের প্রধান ফটকের সামনের সড়কে দু’টি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সভাস্থলসহ আশপাশের এলাকায়। ছোটোছুটি করতে থাকে লোকজন। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

জাতীয়তাবাদী ছাত্রদল ৪২তম বছরে পা রেখেছে বুধবার। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এ উপলক্ষেই আলোচনা সভাটির আয়োজন করা হয়েছে।

Advertisement

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান উপস্থিত রয়েছেন।

এছাড়া ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এবং ছাত্রদলের কর্মসূচি পালনকালে সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়মিত ঘটে চলেছে।

এর আগে গত ২৫ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের শ্রদ্ধা নিবেদনের সময় ককটেল বিস্ফোরণ হয়। এতে তিতুমীর কলেজ ছাত্রদলের এক নেতা আহত হন।

Advertisement

এরপর গত ৩০ ডিসেম্বর বেলা সোয়া ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল কে বা কারা রেখে যায়। পরে ককটেলটির উপরে একটি সিএনজিচালিত অটোরিকশার চাকা উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে সিএনজির চাকা পাংচার হয়ে যায়।

এছাড়া ২১ ডিসেম্বরও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

কেএইচ/এইচএ/জেআইএম