রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রধান ফটকের সামনের সড়কে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সেসময় ওই ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল।
Advertisement
বুধবার (১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ককটেল বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।
জাতীয়তাবাদী ছাত্রদল ৪২তম বছরে পা রেখেছে বুধবার। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এ উপলক্ষেই আলোচনা সভাটির আয়োজন করা হয়।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশ-পাশে এবং ছাত্রদলের কর্মসূচি পালনকালে সম্প্রতি ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়মিত ঘটে চলেছে।
Advertisement
এর আগে গত ২৫ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের শ্রদ্ধা নিবেদনের সময় ককটেল বিস্ফোরণ হয়। এতে তিতুমীর কলেজ ছাত্রদলের এক নেতা আহত হন।
এরপর গত ৩০ ডিসেম্বর বেলা সোয়া ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল কে বা কারা রেখে যায়। পরে ককটেলটির উপরে একটি সিএনজিচালিত অটোরিকশার চাকা উঠে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে সিএনজির চাকা পাংচার হয়ে যায়।
এছাড়া ২১ ডিসেম্বরও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কেএইচ/এইচএ/জেআইএম
Advertisement