রাশি চক্রের তৃতীয় রাশি হলো মিথুন (২২ মে - ২১ জুন)। এই রাশির অধিকর্তা গ্রহ হলো বুধ। এ রাশির জাতকের ক্ষেত্রে এই বছরটি মিশ্র ফল দেবে।
Advertisement
বছরের মধ্যভাগ পর্যন্ত বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এ রাশির জাতকদের। একাধিক তর্ক-বিবাদ, মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ার যোগ রয়েছে। প্রাপ্য সম্পত্তি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে বিরোধ চরমে উঠতে পারে।
ক্রমাগত মানসিক চাপে শরীর-স্বাস্থ্যেরও অবনতি হতে পারে। সুতরাং শরীর-স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন এবং কোনো ছোটখাটো স্বাস্থ্য সমস্যাও উপেক্ষা করা চলবে না।
বছরের প্রথম ভাগে অবিবাহিতের ক্ষেত্রে বিবাহযোগ রয়েছে। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের অবনতির আশঙ্কা রয়েছে। সন্তানের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। প্রেম বা দাম্পত্যে টানা পোড়েনের আশঙ্কা রয়েছে।
Advertisement
একাধিক উপায়ে উপার্জনের সুযোগ থাকলেও অত্যাধিক ব্যয়ের কারণে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন এই রাশির জাতকরা। বিদ্যার্থীদের ক্ষেত্রে বছরের শুরুতে সামান্য প্রতিকূলতার সম্মুখীন হওয়ার যোগ রয়েছে।
তবে সময় যত গড়াবে পরিস্থিতি ততই অনুকূলে চলে আসবে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় বছরের মধ্যভাগ থেকে বাধা-বিপত্তি কাটিয়ে কিঞ্চিৎ উন্নতির মুখ দেখবেন এই রাশির জাতকরা।
জিনিউজ/এইচএন/এএ
Advertisement