দেশজুড়ে

চিকিৎসা পেতে দেরি হওয়ায় হাসপাতালে ভাঙচুর, চিকিৎসককে মারধর

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে দুই যুবকের জরুরি চিকিৎসা পেতে দেরি হওয়ায় তাদের স্বজনরা এ হামলা চালায়।

Advertisement

স্থানীয়রা জানান, উপজেলার বাঁশেরবাদা বাজার এলাকায় মঙ্গলবার রাতে মদপান করে মোটরসাইকেল চালানোর সময় সাহাপুর মসজিদ মোড় এলাকার রায়েন উদ্দিনের ছেলে হৃদয় (২০) ও নান্টুর ছেলে নায়েম (১৯) সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। এ সময় তারা তাড়াতাড়ি চিকিৎসা পেতে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের কাছে দাবি জানাতে থাকেন। একপর্যায়ে কিছু যুবক উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগের জানালার কাঁচসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আল মাহমুদ জানান, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুইজন হাসপাতালে আসে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি। এ সময় ৩-৪ জন বহিরাগত যুবক এসে এক সঙ্গে তার অফিস কক্ষে প্রবেশ করে ডাক্তারকে খুঁজতে থাকে। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিলে ওই যুবকরা কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। কেউ কেউ লাঠিসোটা খুঁজতে থাকে।

হাসপাতালের কর্মচারীরা জানান, হামলাকারীরা কর্তব্যরত চিকিৎসকের অফিস কক্ষের টেবিল ভাঙচুর ও কাগজপত্রসহ বিভিন্ন মালামাল তছনছ করেছে। অফিস সহায়ক শহিদকেও মারধর করেছে। উত্তেজিত যুবকদের হাত থেকে রক্ষা পেতে তিনি দৌড়ে দ্বিতীয় তলায় একটি কক্ষে গিয়ে আশ্রয় নেন। হামলাকারীরা তার পিছু নিয়ে সেখানেও গিয়ে তাকে লাঞ্ছিত করে এবং ফুলের টবসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। পরে তিনি একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে রক্ষা পান।

Advertisement

এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ হামলাকারী এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আলাউদ্দিন আহমেদ/আরএআর/জেআইএম