দেশজুড়ে

রায়পুরে শিক্ষকদের কর্মবিরতি চলছে

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির রায়পুর শাখার উদ্যোগে একযোগে ১২১টি বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। শনিবারন সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ কর্মসূচি চলবে।বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির রায়পুর উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান দেওয়ান ও  সদস্য সচিব মো. আনোয়ার হোসেন জানায়, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে। কাজল কায়েস/এসএস/এমএস

Advertisement