জাতিসংঘ সাধারণ অধিবেশন যোগদান শেষে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে শনিবার দুপুরে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার সন্ধ্যায় তিনি লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেন। প্রধানমন্ত্রী প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করবেন। সেখান থেকে দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। এদিকে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। শুক্রবার প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ স্থানীয় আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে।এর আগে নিউইয়র্ক থেকে বৃহস্পতিবার লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতি শেষে শুক্রবার লন্ডন সময় রাত সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। সরাসরি ফ্লাইটে সিলেট পৌঁছে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করবেন তিনি।ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ জানান, আজ (শনিবার) বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে (বিজি ০০২) সিলেটে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানটি এক ঘণ্টার বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।এসকেডি/এমএস
Advertisement