শিক্ষা

জেএসসিতে এবারও সর্বোচ্চ পাস বরিশালে, জিপিএ-৫-এ সেরা ঢাকা

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ৯ বোর্ডের মধ্যে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে বরাবরের মতো শীর্ষে ঢাকা বোর্ড।

Advertisement

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। ৯ সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৭ জন।

গত বছরের মতো এবারও ৯৭ দশমিক ০৫ শতাংশ পাসের হার নিয়ে ৯ বোর্ডের মধ্যে জেএসসিতে পাসে সেরা বরিশাল। গত বছরের মতো এবারও দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ।

গত বছর পাসের হারে সবার নিচে অবস্থান করা সিলেট বোর্ড তৃতীয় অবস্থানে উঠে এসেছে। সিলেটে এবার পাসের হার ৯২ দশমিক ৭৯ শতাংশ।

Advertisement

এবার ৮২ দশমিক ৭২ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে ঢাকা বোর্ড।

এছাড়া কুমিল্লায় পাসের হার ৮৮ দশমিক ৮০, চট্টগ্রামে ৮২ দশমিক ৯৩, যশোরে ৯১ দশমিক ০৮ ও দিনাজপুরে ৮৩ দশমিক ৯২ শতাংশ।

ময়মনসিংহ বোর্ডের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯২ শতাংশ।

ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৯৫৩ জন।

Advertisement

এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে সবার নিচে রয়েছে সিলেট বোর্ড। গত বছরও সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছিল সিলেট বোর্ড। এ বোর্ডে এবার ৩ হাজার ৭৭৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া রাজশাহী বোর্ডে ১৬ হাজার ৪৭৮, কুমিল্লা বোর্ডে ৬ হাজার ১৩১, যশোর বোর্ডে ৯ হাজার ৭৫৫, চট্টগ্রাম বোর্ডে ৬ হাজার ৪১, বরিশাল বোর্ডে ৪ হাজার ৯৪৮, দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৭৬৫ ও ময়মনসিংহ বোর্ডে ৩ হাজার ৯০৩ জন জিপিএ-৫ পেয়েছে।

আরএমএম/এসআর/জেআইএম