প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আজকের দিন চলে গেলে কাল বুধবার নতুন বছর শুরু হবে। সুযোগ পেয়ে আজই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
Advertisement
তিনি শিশুদের উদ্দেশে বলেন, নতুন বছর তোমরা নতুন বই হাতে পাবে। নতুন বইয়ের সুন্দর একটি ঘ্রান আছে। মনের আনন্দে নতুন বইয়ে মলাট লাগাবে, সুন্দর করে নাম লিখবে। এটা তোমাদের জন্য খুব আনন্দের। আগের মতো পুরোনো, জীর্ণ কোনো বই নয়। ছেড়াফাটা নেই। একেবারেই ঝকঝকে নতুন বই।
মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
এর আগে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
Advertisement
এরপর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলও এ সময় উপস্থিত ছিলেন।
একইসঙ্গে নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।
এফএইচএস/বিএ/জেআইএম
Advertisement