বাগেরহাটের ফকিরহাটে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইকালে চারজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
আটকরা হলেন- যশোরের বেনাপোলের ভবেরবের এলাকার ওয়াসিম ব্যাপারীর ছেলে সোহরাব ব্যাপারী (৪২), পিরোজপুরের উজিরপুর উপজেলার কাজী নুর হোসেনের ছেলে কাজী রিপন (৪৩), মাদারীপুরের আক্কাস গাজীর ছেলে জামান গাজী (৩২) এবং গাড়িচালক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দোহার এলাকার মো. মতিয়ারের ছেলে মো. রুবেল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফলতিতা বটতলার মৎস্য ব্যবসায়ী আনন্দ লালের কর্মচারী কলকলিয়া গ্রামের মনি সংকর বিশ্বাস সোমবার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ফকিরহাট শাখা থেকে সাত লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে মোটরসাইকেলে করে ফলতিতা যাওয়ার সময় বটতলার কাছাকাছি পৌঁছালে একটি মাইক্রোবাসে আসা কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে মনি সংকরকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের ধরে গণধোলাই শুরু করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মাইক্রোবাসের চালকসহ চারজনকে আটক করে।
ফকিরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম জানান, ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় গাড়িচালকসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হবে।
Advertisement
আরএআর/জেআইএম