দেশজুড়ে

সুন্দরবনে বনদস্যু বাহিনীর প্রধানসহ আটক ৩

সুন্দরবনে অভিযান চালিয়ে সিদ্দিক বাহিনী প্রধান সিদ্দিকসহ তিন বনদস্যুকে আটক করেছে র‍্যাব-৬ । সোমবার (৩০ ডিসম্বের) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

Advertisement

আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জুম্মান আলী গাজীর ছেলে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকুর রহমান (৩৪), তার সহযোগী কালিঞ্চি গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল্লাহ্ তলবদার (৩৩) ও হরিনগর গ্রামের আহম্মদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৪৫)।

খুলনা র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জানান, খুলনার কয়রা থানাধীন মহেশ্বরীপুর এলাকায় সিদ্দিক বাহিনী জেলে ও মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের অভিযান চালানো হয়। অভিযানকালে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ, দুটি রামদা, তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আটক বনদস্যুদের নামে জেলার বিভিন্ন থানায় অস্ত্র-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Advertisement

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ