বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাফ অঞ্চলের দুই প্রতিপক্ষকে আপাতত হারানোর লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ। সে হিসেবে শ্রীলঙ্কাকে হারিয়ে বেশ ফুরফুরে অনূর্ধ্ব-১৯ দল। আগামী রোববার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করলেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশের খেলোয়াড়রা। প্রথমার্ধ থেকেছে গোলশূন্য।দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলায় গতি বেড়েছে। ৪৯ মিনিটে ডান প্রান্ত থেকে মান্নাফ রাব্বির ক্রসে বক্সে ডিফেন্ডাররা ক্লিয়ার করতে চেষ্টা করলেও বল পেয়ে যান রোহিত। বক্সের মধ্য থেকেই জোড়ালো শট নিলেও লঙ্কান গোলরক্ষক সফলভাবে গ্রিপে নিয়েছেন।৬৭ মিনিটে দেখা দেয় গোল। ইব্রাহিমের ফ্রি কিক রোহিত সরকার বক্সে পেয়ে শট নিলে ডিফেন্ডারদের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বলে শট নিয়ে শ্রীলঙ্কার জালে বল পাঠান ফরোয়ার্ড মান্নাফ রাব্বি (১-০)। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেছেন অধিনায়ক মাশুক মিয়া জনি।৮৩ মিনিটে ইব্রাহিমের শট বক্সের মধ্যে লঙ্কান অধিনায়ক দানুসকার হাতে লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি আব্দুল্লাহ মোহামেদ আল হেলালী। বাংলাদেশের অধিনায়ক মাসুক মিয়া জনি নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।পরে আরো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। যদিও প্রথম ম্যাচেই ২-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট আদায় করে নিয়েছে বাংলাদেশ।এসএইচএস
Advertisement