অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকাল। দেশটিতে চলছে তাপপ্রবাহ। এর সঙ্গে যোগ হয়েছে দাবানলের আগুন। এতে পুড়ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের জঙ্গল। ফলে জঙ্গলে থাকার জায়গা হারিয়ে দিগবিদিক ছুটছে সেখানকার পশু-পাখিরা।
Advertisement
অস্ট্রেলিয়ায় এখন গড়ে তাপমাত্রা দাঁড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণায়নের ফলে দেশটিতে পরিবেশের অস্বাভাবিকতার লক্ষণ দেখা যাচ্ছে। এর প্রভাবে বেশি ক্ষতির শিকার পশু-পাখিরা।
দেশটির ওই বিধ্বংসী দাবানলে ঘরছাড়া ও অসহায় ক্যাঙ্গারুর মতো থলিযুক্ত স্তন্যপায়ী প্রাণী কোয়ালার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তৃষ্ণার্ত এক কোয়ালা থাকতে না পেরে, সাহস নিয়েই একদল সাইকেল আরোহীদের পথ আটকায়। সে দূর থেকেই দেখেছে তাদের সাইকেলে রয়েছে পানির বোতল। এক আরোহীর সাইকেলের ওপর চড়াও হয়ে পানির দাবি করে ছোট্ট, নরম তুলতুলে নিরীহ কোয়ালাটি। আরোহীরাও থেমে যান তার কীর্তি দেখে। ছোট্ট অবলার মনের কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বোতল থেকে পানি খাইয়ে দেন এক সাইকেল আরোহী। তার হাতটি ধরে বোতল থেকে নিমিষে পানি শেষ করে তৃষ্ণার্ত কোয়ালাটি। পরম যত্নে, আদরে কোয়ালার মাথায় হাত বুলিয়ে দেন সহৃদয় আরোহী।
Advertisement
A post shared by Lulu (@bikebug2019) on Dec 26, 2019 at 4:22pm PST
জেডএ/পিআর
Advertisement