‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯’ উদযাপিত হয়েছে।
Advertisement
রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার। অনুষ্ঠানে অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ও সচিবের বাণী পাঠ করা হয়।
রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসে নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, দেশের সম্মান বৃদ্ধি পেলে আমরা প্রবাসে সম্মানের সঙ্গে ভালো থাকব।
Advertisement
তিনি দালালদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে সকল প্রবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
আলোচনা শুরুর আগে বাংলাদেশি অভিবাসীদের সম্ভাবনা ও সার্থকতা নিয়ে দুটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে লেবাননে বসবাসরত প্রবাসীদের নানাবিধ সমস্যা রাষ্ট্রদূতের সম্মুখে তুলে ধরেন।
আলোচনা সভায় দূতাবাস কর্মকর্তা, কমিউনিটি নেতা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বিএ/পিআর
Advertisement