দেশজুড়ে

যশোরে বজ্রপাতে দুই শ্রমিক নিহত

যশোরে গাছ কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব হোসেন (৪৫) একই উপজেলার ললিতাদহ গ্রাদের সমশের আলীর ছেলে এবং একই গ্রামের হোসেন আলীর ছেলে রাশেদ আলী। এরা দুইজনই শ্রমিক। আর আহত ব্যবসায়ী আশাদুল ওরফে আশা।এলাকাবাসীর ভাষ্য মতে, শুক্রবার দুপুরের পর থেকে যশোরে প্রায় ঘণ্টাব্যাপি বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় সদর উপজেলার ললিতাদাহ গ্রামের আইয়ুব হোসেন ও রাশেদ আলী ডহেরপাড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠের মধ্যে লিটু শিকদারের মেহগনি বাগানে গাছ কাটছিলেন। এ মেহগনি গাছ কিনেছিলেন ব্যবসায়ী আশাদুল ওরফে আশা। গাছ কাটার সময় সেখানে দুই শ্রমিক ও মহাজন মোট তিনজন ছিলেন। বৃষ্টির মধ্যে ওই গাছেই বজ্রপাত হয়। এতে শ্রমিক আইয়ুব হোসেন ও রাশেদ আলী ঘটনাস্থলে মারা যান। আহত হন মহাজন ব্যবসায়ী আশাদুল ওরফে আশা। পরে বৃষ্টি থেমে গেলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। তখন হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন।কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তিনজন আহত হয়েছিল। কিছুক্ষণের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত আশাদুল ওরফে আশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।মিলন রহমান/এআরএ/পিআর

Advertisement