কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের একটি মাঠ থেকে চরমপন্থী নেতা রবিউল ইসলাম ওরফে বেড়ে রবির (৪৮) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত রবিউল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরাণপুর গ্রামের সুরো মোল্লার ছেলে। সদর থানা সূত্রে জানা যায়, বেড়ে রবি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ছিলেন। ১৯৯৯ সালে তিনি তৎকালিন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে ২০০০ সালে যশোরের একটি হোটেল থেকে গ্রেফতার হন বেড়ে রবি।ওই মামলায় জেল খেটে প্রায় ৮/৯ মাস আগে ছাড়া পেয়ে তিনি ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে এলাকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। একটি সূত্র জানায়, পাঁচ দিন আগে বেড়ে রবি ফরিদপুরে তার দ্বিতীয় স্ত্রী বাড়ি গিয়ে নিখোঁজ হন।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রবিউল ইসলাম চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক প্রধান। তার বিরুদ্ধে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় হত্যাসহ অন্তত ১২টি মামলা রয়েছে। কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা পান্টি মাঠের মধ্যে পিঠমোড়া করে হাত বাঁধা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কুমারখালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামের বলেন, মরদেহের মাথায় গুলির চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহের সুরাতহাল শেষে ময়তাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।আল-মামুন সাগর/এআরএ/পিআর
Advertisement