জাতীয়

ঢাকার দুই সিটি নির্বাচনে ৩৫ হাজার ইভিএম

জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন, আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৩৫ হাজার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। উত্তর ও দক্ষিণ মিলে দুই হাজার ৬০০ কেন্দ্র রয়েছে, এর মধ্যে ১৪ হাজার ৬০০ বা তার বেশি ভোটকক্ষ থাকবে। বাস্তবতার নিরিখে এটি নির্ধারণ করা হবে।

Advertisement

তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম দেখভালের জন্য দুজন করে সেনা সদস্য থাকবেন। আমরা আশা করি সশস্ত্র বাহিনী থেকেও সেই সহযোগিতা পাব।

রোববার রাজধানীর নির্বাচন ভবনে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রে দায়িত্বরত সেনাবাহিনী শুধু ইভিএমের কারিগরি দিক দেখবেন। আইনশৃঙ্খলার কোনো কাজ করবেন না তারা। আইনশৃঙ্খলার জন্য আলাদা বাহিনী থাকবে।

Advertisement

সাইদুল ইসলাম বলেন, এই ইভিএমকে বাস্তবায়ন করার জন্য আমাদের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পোলিং অফিসারদের চিহ্নিত করেছি। তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করছি।

ইসির কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াও ভোটারদের শিক্ষিত করার জন্য আমরা নানা ধরনের ব্যবস্থা নিচ্ছি। এর মধ্যে রয়েছে- বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা, ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারে সেজন্য বুকলেট ও লিফলেট প্রস্তুত করা, বিভিন্ন টেলিভিশনে দেখানোর জন্য টিভিসি প্রস্তুত করাসহ নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করছি। এছাড়া প্রতিটি কেন্দ্রে পরীক্ষামূলক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ভোটগ্রহণের সময় কোনো সমস্যা হলে কীভাবে তার সমাধান করা হবে সে বিষয়েও আমরা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছি। এছাড়া প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমরা সফটওয়ার আপডেট করছি।

ইভিএমে ভোট অত্যন্ত সহজ দাবি তিনি আরও বলেন, আমরা সেভাবেই সাজাব যাতে যেকোনো নাগরিক স্বাচ্ছন্দ্যে, সহজভাবে ভোট দিতে পারে। সে জন্য যা যা করা দরকার তা করব। আনসার-ভিডিপি, পুলিশ মোতায়েন থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করব। এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে যেটা সবসময় থাকে আমাদের বিজিবি থাকবে। কিন্তু সংখ্যা কত হবে, কোন কোন কেন্দ্রে কতজন থাকবে, কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, সার্বিক বিষয়ে চিন্তা করে আমরা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করব।

Advertisement

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রের বুথ অ্যানালাইসিস করে আমরা দেখব কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং কোথায় কতজন নিয়োগ করা যায়। সেই অনুযায়ী কাজ করা হবে।

প্রসঙ্গত, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। দুই সিটি নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা চলবে।

এইচএস/বিএ/জেআইএম