কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
Advertisement
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রকৌশলী লিয়াকত আলী বলেন, সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
Advertisement
কামাল উদ্দিন/আরএআর/পিআর