নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০১৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো‘রূপকল্প-২০২১ বাস্তবায়নে প্রয়োজন বর্ধিত উৎপাদনশীলতা’।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনিরুজ্জামান, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল লতিফ, অতিরিক্ত উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায়, বাজার কর্মকর্তা মো. আব্দুস ছালাম তরফদার এবং খুলনা বিসিক এর উপ-সাধারণ ব্যবস্থাপক মো. রেজানুল হক।বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। শিল্প ও কল-কারখানাসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করছে। যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন, সম্পদের অপচয় রোধ, বিদ্যমান জনশক্তি, মেশিনারিজ ও উৎপাদনের অন্যান্য উপকরণের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা শীর্ষ পর্যায়ে বাড়ানো সম্ভব। অল্প জমি ব্যবহার করে অধিক উৎপাদন বৃদ্ধি করা যায়। দেশে কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি হলে শ্রমিক, মালিক এবং সরকার লাভবান হবেন। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।আলমগীর হান্নান/এসএস/পিআর
Advertisement