খেলাধুলা

অস্ট্রেলিয়া কি নিরাপদ!

সিডনিতে নিউ সাউথ স্টেট পুলিশ স্টেশনের পাশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দুই সাধারণ নাগরিক। বিশ্বের প্রায় সব গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে এ সংবাদ। এর আগের দিনই নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়াই কি নিরাপদ?যে দেশের পুলিশ স্টেশনের পাশেই হত্যাকাণ্ড হয় সেই দেশকে কতটা নিরাপদ বলা যায়? এক হত্যায় যারা ভিভিআইপি নিরাপত্তার আশ্বাসেও বাংলাদেশে আসেনি, দুই হত্যায় তাদের দেশে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? আর কিছুদিন পরেই অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে নিউজিল্যান্ডের। সেই হিসাবেতো এখন নিউজিল্যান্ডের উচিত সফরটি বাতিল করা। নিরাপত্তা নিয়ে সবসময়ই একটু খুঁতখুঁতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-ইংল্যান্ড। ৯৬ বিশ্বকাপে অন্যসব দেশ যখন শ্রীলঙ্কা সফর করছে। তখন বিশ্বকাপের ম্যাচ খেলতে কলম্বো যায়নি অস্ট্রেলিয়া। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ায় যায়নি নিউজিল্যান্ড, একই বছরে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড। কিন্তু তারা না গেলেও অন্যসব দেশ গিয়ে খেলেছে এবং নিরাপদেই ফিরেছে। টুকটাক সামান্য বিচ্ছিন্ন ঘটনা সব দেশেই হয়। আর এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে এড়িয়ে যাওয়ায় স্বাভাবিক। বাংলাদেশের পরিবেশ যখন গত এক দশকের মাঝে সবচেয়ে শান্ত তখনই অস্ট্রেলিয়া ভূগছে নিরাপত্তহীনতায়(!)। যা ১৬ কোটি বাঙালী ক্রিকেট প্রেমিদের পরোক্ষ অপমান। আরটি/এএইচ/পিআর

Advertisement