আল্লাহ তাআলা মানবজাতির জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান করার নিমিত্তে সত্যদ্বীনসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি এসেছিলেন অন্ধকার যুগের অমানিশা দূর করে সমগ্র মানবজাতিকে আলোর পথ দেখাতে। তখন যাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংস্পর্শে এসেছেন, তাঁদের নামও পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা রয়েছে। আল্লাহ তাআলা তাঁদের ব্যাপারে কুরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ ঘোষণা করেন- رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ অর্থাৎ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট।` (সূরা বাইয়্যেনা : আয়াত ৮) এছাড়াও দশজন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। জাগো নিউজে তা তুলে ধরা হয়েছে।আশারায়ে মুবাশ্বারা বা দুনিয়াতেই যে দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা হলেন-০১. ইসলামের প্রথম খলিফা এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হজরত আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু০২. ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন খেতাবে ভূষিত হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু০৩. ইসলামের তৃতীয় খলিফা, জিন্নুরাইন হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু০৪. ইসলামের চুতর্থ খলিফা, আসাদুল্লাহিল গালিব হজরত আলী ইবনে আবু তালিব রাদিল্লাহু আনহু০৫. তলহাতুল খায়র উপাধিপ্রাপ্ত হজরত তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু০৬. আল্লাহর রাহে সর্ব প্রথম তরবারী ধারণকারী হজরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু০৭. ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণকারী হজরত আবদুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু০৮. ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণকারী ও আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপকারী হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু০৯. বদর যুদ্ধ ছাড়া সব যুদ্ধে অংশগ্রহণকারী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু১০. ওহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চোয়ালে বিঁধে যাওয়া লৌহবর্ম দাঁত দ্বারা উত্তোলনকারী হজরত আবু উবাইদাহ আমের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু।পরিশেষে...জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কেরামসহ বদর, ওহুদ ও খন্দকের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবাগণের জীবনাচরণ পর্যায়ক্রমে জাগো নিউজে তুলে ধরা হবে। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতকে সাহাবাগণের জীবন থেকে উত্তম আদর্শ গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.comজাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/পিআর
Advertisement