প্রবাস

রিয়াদে বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্টগ্রামের বিজয় দিবস উদযাপন

সৌদি আরবের রিয়াদে বিজয় দিবস উদযাপন ও বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্রগ্রাম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় এক হোটেলের হলরুমে এই উৎসবের আয়োজন করা হয়। রিয়াদ বঙ্গবন্ধু পরিষদ বৃহত্তর চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবলীগের সভাপতি মো. আব্দুল জলিল।

Advertisement

সংগঠনের সাধারণ সম্পাদক এস্কান্দর সিকদারের সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন বঙ্গবন্ধু পরিষদ ধর্মবিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম রিয়াদের উপদেষ্টা মো. ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আলী নুর ইসলাম রনি, রিয়াদ যুবলীগের সহ-সভাপতি আব্দুল আহাদ নয়ন, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম রিয়াদের সাবেক সভাপতি ফখরুল ইসলাম, উপদেষ্টা রাশেদ চৌধুরী, এম আজিজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, নেজাম এএসপি ও মো. ইলিয়াস সাত্তার। কবিতা পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন তালুকদার। এছাড়া অন্যদের মধ্যে সালাউদ্দিন, মো. নাসির উদ্দিন, ব্যবসায়ী ও কবি মনিরুল ইসলাম, ব্যবসায়ী রতন, মো. সুমন, নাসির উদ্দিন, মিন্টুসহ রিয়াদ আওয়ামী পরিবারের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা মো. ইউসুফ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নবমবারের মতো সভাপতি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হওয়া ওবায়দুল কাদের ও নবনির্বাচিত যুগ্ন-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদসহ নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বৃহত্তর চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষদ রিয়াদের নেতৃবৃন্দদের উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধ রাজনীতির বিকল্প নেই।

এসআর/এমএস

Advertisement