কুমিল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ ভেঙে রেজা আহমেদ (২২) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ শ্রমিক।
Advertisement
আহতদের মধ্যে ১১ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রূপায়ণ-দেলোয়ার টাওয়ারের তিনতলার ছাদ ঢালাই দেয়ার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকার থেকে বন্দোবস্ত নেয়া দীপিকা-দীপালি সিনেমা হল ভেঙে সম্প্রতি সেখানে রূপায়ণ-দেলোয়ার টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়। শুক্রবার নির্মাণাধীন ভবনটির তিনতলার ছাদের ঢালাই কাজ চলছিল।
সন্ধ্যায় ঢালাই করা ওই ছাদের একাংশ ধসে পড়লে ছাদের ওপরে ও নিচে থাকা কমপক্ষে ১৫ শ্রমিক আহত হন। এদের মধ্যে রেজা (১৯) নামের এক শ্রমিককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার পীরেরহাট গ্রামে।
Advertisement
ভেঙে পড়া ভবনের ছাদের নিচে আটকা পড়েছেন এক শ্রমিক
গুরুতর আহতদের মধ্যে নিত্য (৪৫), রাব্বানী (২৫), আবদুল্লাহ (২২) মোকশেদ (২৫), শাফিনুর (১৮), আমির (৪৮), ইমরান (২০), তালু (২৮), শিমুল (২২), রানা (১৮), রুহুল আমিনসহ (২৫) ১১ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবরে জেলা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের ইউনিটসহ শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে অংশ নেন। আহতদের দ্রুত উদ্ধার করেন তারা।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বলেন, শুক্রবার প্রায় ৪০ জন শ্রমিক সেখানে ঢালাইয়ের কাজ করছিলেন। নির্মাণাধীন ছাদের সেন্টারিংয়ের সমস্যার কারণে একাংশ ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
Advertisement
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রাণ নাথ বলেন, নির্মাণ ক্রটির কারণে ছাদ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে চাপা পড়ে থাকা অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে হতাহতদের অবস্থা জানতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। তাদের চিকিৎসা চলছে।
মো. কামাল উদ্দিন/এএম/পিআর