বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া এলাকায় আব্দুল্লাহ নামে দেড় বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মামী মাজেদা বেগমকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে মাজেদা বেগমকে আটক করা হয়। নিহত আব্দুল্লাহ উপজেলার মেমানিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। অন্যদিকে, আটক মাজেদা বেগমের স্বামীর নাম নুর ইসলাম।ঘটনাস্থলে থাকা হিজলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জাগো নিউজকে জানান, ঈদের ছুটিতে রাজধানী থেকে পরিবার নিয়ে শ্বশুর মোসলেম রাঢ়ীর বাড়িতে বেড়াতে আসেন কামাল হোসেন। শুক্রবার সকাল ৮টার পর থেকে আব্দুল্লাহকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করেন। এরপর বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার পাশে ডোবায় আব্দুল্লার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। থানায় খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন। এ সময় এক প্রতিবেশী জানান, সকালে শিশু আব্দুল্লাহকে কোলে নিয়ে মামী মাজেদা বেগমকে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছেন। এরপর মাজেদা বেগমকে আটক করা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে মাজাদা বেগম পুলিশকে জানায়, ৬ মাস আগে তার গর্ভে সন্তান হয়ে মারা যায়। এরপর থেকে শিশু বয়সী কাউকে দেখলে তার মাথা ঠিক থাকে না।এসআই শাহ আলম আরো জানান, শিশুটির ঘাড়ে দাগ রয়েছে। তা দেখে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি। সাইফ আমীন/এসএস/পিআর
Advertisement