রাজনীতি

পাল্টাপাল্টি স্লোগান দিয়ে ফরম জমা দিলেন তাপস-সেলিম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। হাজী সেলিম নিজে এসে ফরম জমা দিলেও তাপস নিজে আসেননি। তাপসের পক্ষে ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ ও নিউমার্কেট থানার নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা পাল্টাপাল্টি স্লোগানও দেন।

Advertisement

শুক্রবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তারা মনোনয়ন ফরম জমা দেন।হাজী মোহাম্মদ সেলিম কথা বলতে না পারার কারণে মিডিয়ার সামনে কথা বলেন দেলোয়ার হোসেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল।

মোর্শেদ কামাল বলেন, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকার উন্নয়নের সূতিকাগার। এ কারণে নগরবাসীও চাচ্ছেন শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হোক। ফরম জমা দেয়ার পর মিডিয়ার সামনে কথা বলার সময় হাজী মোহাম্মদ সেলিম ও তাপসের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা যায়।

Advertisement

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু মনোনয়ন জমা দেন।

ঢাকা উত্তরের মেয়র পদে এদিন মনোনয়ন ফরম জমা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি পরে সাংবাদিকদের বলেন, ‘নয় মাস দায়িত্ব পালনকালে কিছু কর্মসূচি ঘোষণা করেছি। উত্তর সিটির উন্নয়নে বেশকিছু কাজ হাতে নিয়েছি, এর মধ্যে অনেকগুলোই অসমাপ্ত। এসব অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। আশা করি, এবারও আমি মনোনয়ন পাব।’

আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবার ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর, বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

এফএইচএস/এমএআর/এমকেএইচ

Advertisement