খেলাধুলা

ডি কক বাঁচালেন প্রোটিয়াদের, তবু ফিরতে হলো হতাশ হয়েই

সেঞ্চুরিয়ান টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে কি বিপদেই না ছিল দক্ষিণ আফ্রিকা! কুইন্টন ডি কক একাই দুর্দান্ত লড়াই করলেন। কিন্তু দিনশেষে তার আক্ষেপ হয়ে রইলো ৫টি রান। ৯৫ রান করে যে সাজঘরের পথ ধরতে হয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানকে!

Advertisement

তারপরও ইংল্যান্ডের বোলারদের তোপে একটা সময় ব্যাটিং বিপর্যয়ে পড়া প্রোটিয়ারা প্রথম দিন কাটিয়ে দিয়েছে অলআউট না হয়েই। ৯ উইকেটে ২৭৭ রান তুলেছে স্বাগতিকরা।

ব্যাটিংয়ে নামতেই বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে। ইনিংসের প্রথম বলেই জেমস অ্যান্ডারসনের শিকার ডিন এলগার। আরেক ওপেনার এইডেন মার্করামও ২০ রানের বেশি এগুতে পারলেন না।

মাঝে জুবায়ের হামজা (৩৯) আর ফাফ ডু প্লেসিসের (২৯) একটু চেষ্টা। তারপরও ১১১ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। সেই বিপদের মুখে দাঁড়িয়ে লড়াই করেন ডি কক।

Advertisement

ষষ্ঠ উইকেটে ডোয়াইন প্রিটোরিয়াসকে (৩৩) নিয়ে ৮৭ রানের জুটি গড়ে তুলেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। প্রিটোরিয়াসের পর আবার ভারনন ফিলেন্ডারের সঙ্গে ৪৭ রানের জুটি। সেঞ্চুরি তো পাওনাই ছিল ডি ককের।

তবে সে আশা পূরণ হয়নি। ১২৮ বলে ১৪ বাউন্ডারিতে গড়া তার ৯৫ রানের ইনিংসটি থামিয়ে দিয়েছেন স্যাম কুরান। এরপর কেশভ মহারাজ (৬) আর দিনের শেষ বলে কাগিসো রাবাদার (১২) উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন ফিলেন্ডার।

ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল স্যাম কুরান, ৫৪ রানে নিয়েছেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার স্টুয়ার্ট ব্রডের।

এমএমআর/এমকেএইচ

Advertisement