কক্সবাজার ১৭ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে। শুক্রবার দুপুরে সীমান্তবর্তী বেতবুনিয়া বাজার পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে এই মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটক মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা দিয়ে স্বদেশে ফেরৎ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ১৭ বিজিবি অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার। তিনি আরো জানান, চলতি মাসের দুদিনে ৫৯ জন মিয়ানমার নাগরিককে সীমান্ত থেকে আটকের পর স্বদেশে ফেরৎ পাঠানো হয়েছে। সায়ীদ আলমগীর/এমজেড/এমএস
Advertisement