চাকুরী জাতীয়করণের দাবিতে জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে মানববন্ধন করেছে কমিউনিটি ক্লিনিক কর্মচারীরা। শুক্রবার সকাল ১০ টায় ২ ঘণ্টাব্যাপি মানববন্ধনে জেলার কমিউনিটি ক্লিনিকের কর্মরত দেড় শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (বিসিএইচসিপি এ) নামক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান সমন্বয়ক ফেরদৌস হোসেন, সহকারী সমন্বয়কারী আসাদুজ্জামান মিন্টু, সদর উপজেলা প্রচার সম্পাদক তন্ময় আহম্মেদ, অর্থ সম্পাদক অনি উজ্জ্বল বর্মণ, সদস্য শিহাব জুহুরী, খাদিজা তাহেরা মেরী প্রমুখ।জানা গেছে, এই প্রকল্পের মেয়াদ আগামী ২০১৬ সালের জুন পর্যন্ত চলবে। এরপর একদিকে গ্রামীণ জনপদের দরিদ্র মানুষরা বঞ্চিত হবেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা থেকে অপরদিকে এই প্রকল্পের মেয়াদ শেষ হলে চাকুরি হারিয়ে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করতে হবে ১৩ হাজার ৬৮১ জনসহ তাদের উপর নির্ভরশীল প্রায় ৫০ হাজার মানুষকে।বক্তারা বলেন, মা ও শিশুর মৃত্যুহার কমানো, নবজাতকের চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক চালু করেন যেখানে ১৩ হাজার ৬৮১ জন হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ করেন। তাই কমিউনিটি ক্লিনিকটি চালু রাখার পাশাপাশি এখানে কর্মরত কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা ।এসএস/এমএস
Advertisement