জনস্বার্থে দুর্নীতি অনুসন্ধান নামের একটি ভুয়া সংগঠনের দুই কর্মকর্তাকে পিরোজপুর থেকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল তাদেরকে আটক করে। আটকরা হলেন, পিরোজপুর সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের মৃত হেমায়েত উদ্দিন খানের ছেলে খান আল কাওছার (৪২) এবং কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে মো. মাসুদ উদ্দিন বাদল (৪৮)। কাওছার নিজেকে সংগঠনটির নির্বাহী পরিচালক এবং মাসুদ উপ-পরিচালক বলে দাবি করেন। বৃহস্পতিবার রাত ১০টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি, সদর সার্কেল) মোল্লা আজাদ হোসেন জানান, জনস্বার্থে দুর্নীতি অনুসন্ধান নামের একটি সংগঠনের মাধ্যমে প্রতারক চক্র বেকার যুবকদের চাকরি দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে ওই যুবকদের কোনো কর্মসংস্থান করেনি প্রতারক চক্রটি। এ বিষয়ে প্রতারিত কয়েক যুবক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ গোপনে খবর নিয়ে জানতে পারে যে, জনস্বার্থে দুর্নীতি অনুসন্ধান একটি ভুয়া সংগঠন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম কাওছারকে শহরের গণপূর্ত অফিসের সামনে থেকে এবং মাসুদকে সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট থেকে আটক করে। এএসপি আরও জানান, বিভিন্ন অফিসে গিয়ে কর্মরত কর্মকর্তাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারক চক্রটি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এছাড়া ওই সংগঠনের কোনো রেজিস্ট্রেশনও নাই এবং নিজেদের অপকর্ম আড়াল করতে তারা বিভিন্ন সময় তাদের অফিস পরিবর্তন করতো। হাসান মামুন/এমজেড/এমএস
Advertisement