দেশজুড়ে

সাতক্ষীরায় অপারেশনের পর প্রসূতি মায়ের মৃত্যু

আাশাশুনি উপজেলার বুধহাটা কুল্যার মোড় এলাকায় সিজার করার পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় রোগীর আত্মীয়-স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে কর্তৃপক্ষ ক্লিনিক ছেড়ে পালিয়েছে।উপজেলার মাদরা গ্রামের সুমন্ত মল্লিক জাগো নিউজকে জানান, বুধবার রাতে অসুস্থ গর্ভবতী স্ত্রী বীথিকা মল্লিককে (২০) বুধহাটা কুল্যা এলাকার নিবেদিতা নার্সিং হোম ক্লিনিকে ভর্তি করে। বৃহস্পতিবার সকালে তাকে অপারেশন করা হয়। এসময় তিনি পুত্র জন্ম দেন। বিকেল পাঁচটার দিকে হঠাৎ বীথিকার হাত-পা খিঁচুনি শুরু হলে অ্যাম্বুলেন্সে সাতক্ষীরা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর রোগীর আত্মীয়-স্বজনসহ স্থানীয় জনতা প্রতিবাদ মুখর হয়ে উঠলে ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ক্লিনিকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিপূর্বে এই ক্লিনিকে এমন অপমৃত্যুর ঘটনা বেশ কয়েকটি ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন।ক্লিনিকের পক্ষে মৃনাল ব্যানার্জী জাগো নিউজকে জানান, অপারেশন সফল হয়। ডা. অরুন ব্যানার্জী সিজার করান। বিকেল সাড়ে ৫টার দিকে রোগীর খিঁচুনি শুরু হলে অ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে পৌঁছানোর পূর্বে রোগী মারা যান। চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না।আশাশুনি থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ আওয়াল কবির জাগো নিউজকে জানান, ভুল চিকিৎসায় একজন প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। এমজেড/এমএস

Advertisement