আইন-আদালত

আজ ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে জাপা এমপি হান্নানকে

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানকে আজ (শুক্রবার) ট্রাইব্যুনালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।বৃহস্পতিবার দুপুরে গুলশানের বাড়ি থেকে হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি অফিস থেকে গ্রেফতার করা হয়।একই অভিযোগে ময়মনসিংহের গুলকিবাড়ি ও নওমহল রোড এলাকা থেকে ডা: খন্দকার গোলাম সাব্বির ও মিজানুর রহমান মিন্টু এবং সন্ধ্যায় ত্রিশালের ভৈলর থেকে হরমুজ আলীকে গ্রেফতার করে পুলিশ।এর আগে বৃহস্পতিবার বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পাঁচজনসহ আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরই হান্নান ও তার ছেলেকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম।৮০ বছর বয়সী হান্নান ময়মনসিংহ-৭ আসনের (ত্রিশাল) সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীরও সদস্য।এব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপি’র গুলশান বিভাগের ডিসি মো. মোস্তাক আহমেদ জাগো নিউজকে বলেন, প্রথমে বনানী থানা পুলিশ জাপা সংসদ সদস্য হান্নান ও তার ছেলেকে গ্রেফতার করে। পরে তাদের গুলশান থানা পুলিশে সোপর্দ করা হয়। রাতেই হান্নানকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে।ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিয়ম অনুযায়ী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করতে হয়। এক্ষেত্রে নিয়মের ব্যতয় ঘটানো হবে না। ২৪ ঘন্টার মধ্যেই তাকে আদালতে পাঠানো হবে।ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সূত্র জানায়, গত ১৯ মে হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন।ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। সেটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন আদালতের বিচারক আহসান হাবিব। মামলায় হান্নান ছাড়াও জামায়াত নেতা ফকরুজ্জামান ও শহরের গোলাম রব্বানীকে আসামি করা হয়। পরে তদন্তে আরো পাঁচজনের সম্পৃক্ততা পাওয়ায় মামলায় আটজনকে আসামি করা হয়।বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সীমন এবং তাপস কান্তি বল।জেইউ/এআরএস/এমএস

Advertisement