পিরোজপুরের হুলারহাট নৌবন্দর এলাকা থেকে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রলার জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপান সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এসব অবৈধ পণ্যসহ ট্রলারটি জব্দ করা হয়।
Advertisement
এ সময় ট্রলার থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ৬০ বস্তা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শীতের চাদর উদ্ধারসহ চার চোরাকারবারিকে আটক করা হয়। তারা হলেন- বরগুনার বড় পাথরঘাটা গ্রামের নাজেম গোলদারের ছেলে জামাল গোলদার (৫০), বরিশালের চরমোনাই গ্রামের ইন্তেজ আলী হাওলাদারের ছেলে সেলিম (৫৬) ও কামাল খলিফার ছেলে সুরুজ (২৫) এবং ভোলার লালমোহন উপজেলার পরাজগঞ্জ গ্রামের খোকন মিস্ত্রির ছেলে জুয়েল (২৫)।
পুলিশ জানিয়েছে, একটি স্টিলবডির ট্রলার দ্রুত হুলারহাট খালের ভেতরে ঢুকে পড়ে। এরপর বাজার ব্রিজের কাছে একটি শাখা খালের মধ্যে ট্রলার থেকে নেমে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে উল্লেখিত পণ্য জব্দ করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। পিরোজপুরসহ এ অঞ্চলের নৌপথে ভারতীয় পণ্যের চোরাচালান বৃদ্ধির খবরে পুলিশ অভিযান চালিয়ে আনুমানিক দেড় কোটি টাকার অবৈধ পণ্যসহ চারজনকে আটক করেছে। ধারণা করা হচ্ছে, এসব পণ্য নৌযান থেকে নামিয়ে সড়ক পথে ঢাকা নেয়া হতো।
Advertisement
মাহামুদুর রহমান মাসুদ/এমএমজেড/জেআইএম