জ্যাক ডরসে স্থায়ীভাবে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হচ্ছেন। বর্তমানে টুইটারের সিইও হিসেবে তিন মাস অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন তিনি। খবর গার্ডিয়ান।২০০৮ সালে টুইটারের সিইও পদ থেকে জ্যাককে বরখাস্ত করা হয়। এর পর ডিক কস্তোলো টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন। গত জুনে বিনিয়োগকারীদের চাপে পদ থেকে সরে দাঁড়ান তিনি। পরের তিন মাস টুইটার কর্তৃপক্ষ সিইও হিসেবে বেশ কয়েকজনের নাম বিবেচনা করেছে। অনেকেই ভাবছিলেন নতুন কাউকেই টুইটারের শীর্ষ পদে দেখা যেতে পারে। তবে এখন শোনা যাচ্ছে শিগগিরই টুইটারের সিইও পদ গ্রহণ করতে যাচ্ছেন জ্যাক ডরসে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।টুইটারের পরিচালনা পর্ষদ জানিয়েছিল, তারা এমন কাউকে নিয়োগ দিতে চাইছে, যিনি শুধু টুইটারেই মনোনিবেশ করবেন। কিন্তু আর্থিক প্রতিষ্ঠান স্কয়ারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যাক ডরসে। টুইটারের দায়িত্ব নিলে জ্যাক ডরসে স্কয়ারের পদ ছাড়বেন কিনা, তাও এখন অস্পষ্ট।এআরএস/এমএস
Advertisement