তথ্যপ্রযুক্তি

টানা ২২ বছর যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ফোর্বসের তালিকায় টানা ২২ বছর ধরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর অবস্থানটি ধরে রেখেছেন। ফোর্বস প্রতি বছরই যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে। সম্প্রতি প্রকাশিত তালিকার বিভিন্ন অবস্থানে আগের বছরের তুলনায় পরিবর্তন এলেও শীর্ষস্থান ধরে রেখেছেন বিল গেটস।বর্তমানে বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৬০০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৫০০ কোটি ডলার কম। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৬ হাজার ২০০ কোটি ডলার। তার সম্পদ গত বছরের তুলনায় প্রায় ৫০০ কোটি ডলার কমেছে। ৪ হাজার ৭৫০ কোটি ডলার মোট সম্পদ নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদ আগের বছরের তুলনায় কমেছে ২৫০ কোটি ডলার। শীর্ষ চারে অবস্থান করে নিয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজস। মার্কিন প্রতিষ্ঠানটি মুনাফার ধারায় থাকায় বেজসের সম্পদ বেড়েছে ১ হাজার ৬৫০ কোটি ডলার। ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ ৪ হাজার ৩০ কোটি ডলার সম্পদ নিয়ে রয়েছেন ফোর্বস তালিকার সপ্তম অবস্থানে। ৩ হাজার ৩৩০ কোটি ডলার নিয়ে তালিকার দশম স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ।এআরএস/এমএস

Advertisement