বিনোদন

কলকাতার রূপঙ্করের সঙ্গে গান নিয়ে আসছেন লাবনী

ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচি তার সুরেলা কন্ঠের জাদু ছড়িয়ে যাচ্ছেন অনেক বছর ধরেই। বাংলাদেশেও তার ভক্ত শ্রোতার সংখ্যা কম নয়। সম্প্রতি এই দেশের একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। রূপঙ্করের সঙ্গে গানটি গেয়েছেন বাংলাদেশের এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবনী।

Advertisement

‘ছুঁই ছুঁই’ শিরোনামে গানটি লিখেছেন কাজী শাহীন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম। সাদাত হোসাইনের পরিকল্পনায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। লাবনী জানিয়েছেন, সারাইখানার ব্যানারে বড়দিনে মুক্তি পাচ্ছে গানটি।

ছোটবেলা থেকেই সঙ্গীত পরিবারে বড় হওয়া লাবনী গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘অসাধারণ একজন শিল্পী এবং চমৎকার একজন মানুষ রূপঙ্কর দা। কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে আমরা গানটিতে কন্ঠ দিই। তার সাথে এমন একটি গানের অংশ হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আশা করি শ্রোতারা সাদরে গ্রহণ করবেন গানটি।’

এ প্রসঙ্গে রূপঙ্কর বাগচি বলেন, ‘বাংলাদেশে হাতে গোনা অল্প কিছু কাজ আমি করেছি যতটুকু করেছি অনেক বেছে বেছে। ‘ছুঁই ছুঁই’ গানটির কথা ও সুর চমৎকার লেগেছে ও লাবনীও দারুণ গেয়েছে। আশা করি গানটি বাংলাদেশের ভক্ত শ্রোতাদের ভালো লাগবে।’

Advertisement

এমএবি/জেআইএম