জাতীয়

অবৈধ সিম জব্দ করতে ডিসিদের নির্দেশ

অবৈধ সিম ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। মোবাইল অপারেটরদের সিম পুনঃনিবন্ধন কার্যক্রম গ্রহণের নির্দেশের পাশাপাশি জেলা প্রশাসকদের অবৈধ সিম জব্দ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।অবৈধ সিম ব্যবহার করে আইনশৃঙ্খলা ব্যবস্থার নেতিবাচক পরিস্থিতি বিবেচনায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের সুপারিশে এ ব্যাপারে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সূত্র বলছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। গত মাসে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এই সংক্রান্ত একটি সুপারিশ পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। সেই সুপারিশ বিবেচনায় এই নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের।জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবদুল্লাহ হারুণ জাগো নিউজকে বলেন, জেলা প্রশাসকদের আমরা চিঠি দিয়ে অবৈধ সিম ব্যবহার ঠেকাতে বলেছি।এদিকে সূত্র বলছে, চিঠিতে প্রশাসকদের এ ব্যাপারে নিজেদের কর্মপরিকল্পনা হাতে নিতে বলা হয়েছে এবং এ সংক্রান্ত কার্যক্রমের হালনাগাদ তথ্য মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।সূত্র আরো জানায়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দায়িত্ব নেয়ার পর অবৈধ সিম ব্যবহার বন্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন তিনি। তিনি এ ব্যাপারে দেশের সকল মোবাইল অপারেটরকে ডেকে এ ব্যাপারে উদ্যোগ নেয়ারও নির্দেশ দিয়েছেন।জানতে চাইলে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস বাংলাদেশ (অ্যামটব) মহাসচিব টিআইএন নুরুল কবির জাগো নিউজকে বলেন, আমরা মোবাইল সিমের অবৈধ ব্যবহার ঠেকাতে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কাজটি কঠিনও বড়। কোনো সময় বেধে দিয়ে এটি করা সম্ভব নয়। তবে সরকার, বিটিআরসি এবং অ্যামটব এ ব্যাপারে এক সঙ্গে কাজ করছে।জানা গেছে, সরকার মোবাইল ফোনের অপরাধমূলক ব্যবহারে রীতিমতো বিরক্ত। সম্প্রতি মোবাইল ফোন ব্যবহার করে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হুমকিও দেয়া হয়। হুমকি দেয়া হয়েছে তারানা হালিমকেও।মোবাইল ফোনে চাঁদা, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে অবৈধ সিম ব্যবহার করে সহজেই পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ১৩ কোটি সক্রিয় মোবাইল সিম রয়েছে এর মোবাইল ফোন ব্যবহারকারী মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। জাতীয় পরিচয়পত্র প্রকল্পের প্রাপ্য তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়েক হাজার সিম নিবন্ধন রয়েছে।জানতে চাইলে কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন টেলিফোনে জাগো নিউজকে বলেন, এ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা একটি নির্দেশনা সম্বলিত চিঠি পেয়েছি।চিঠির প্রেক্ষিতে কোনো পরিকল্পনা হাতে নিয়েছেন কি-না জানতে চাইলে হোসেন বলেন, আমরা অবৈধ সিম বিক্রি যাতে যত্রতত্র না হয় সেদিকে এখন আরো বেশি সজাগ রয়েছি।এদিকে, আরেকজন জেলা প্রশাসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা প্রশাসকরা হয়তো নতুন করে অবৈধ সিম বিক্রি বন্ধে কিছুটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে। এর বাইরে তাদের আর কিছু করার নেই।এসএ/আরএম/বিএ

Advertisement