নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানার হাটে কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আধা কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ কয়েক হাজার এলাকাবাসী অংশগ্রহণ করেন।এসময় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক আবদুল কাদের, অ্যাডভোকেট আবদুল্লাহ, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, আবুল খায়ের মুন্সি মেম্বার, ইয়াকুব আলী, অজিউল্লা মেম্বার, পলাশ মেম্বার, ডাক্তার নজরুল ইসলাম, বাজার সেক্রেটারি সাহাব উদ্দিন, আলাউদ্দিন ও জামাল উদ্দিন।বক্তারা জানান, থানার হাট এলাকার ২০ কিলোমিটারের মধ্যে সরকারি-বেসরকারি কোনো কলেজ না থাকায় দূর দূরান্তের কলেজগামী শিক্ষার্থীদেরকে পরিবহন সমস্যাসহ নানা রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে।নিরাপত্তাজনিত কারণে অনেক মেধাবি ছাত্রী উচ্চ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে এলাকায় বাল্যবিয়ে সহ নানা রকম সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে।মিজানুর রহমান/এমজেড/বিএ
Advertisement