চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ও আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজপথে নিজেদের অবস্থানও জানান দিতে চায় সংগঠনটি।নিজইয়র্ক সফর শেষে ৩ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধামন্ত্রীর। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান তিনি।সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জাগো নিউজকে বলেন, বিশ্বকে চ্যালেঞ্জ করেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী আজ বিশ্ব নেতা। বিশ্ব দরবারে তিনি বাংলাদেশকে একটি মডেল হিসেবে পরিচিতি দিতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, জাতি আর পেছনের দিকে তাকাতে চায় না। সামনে এগুতে হলে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং তার কাজের স্বীকৃতি দিতে হবে। এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে ইতোমধ্যেই আওয়ামী লীগ পরপর দুই দিন যৌথসভার আয়োজন করে। যৌথসভায় সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগর এবং পাশ্ববর্তী জেলার নেতাকর্মীরা অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন বিমানবন্দর থেকে খিলক্ষেত এলাকার নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। সঙ্গে থাকবেন জাহিদ হোসেন রাসেল এমপি, ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি, আজমত উল্লাহ এবং জাহাঙ্গীর হোসেন।খিলক্ষেত থেকে কুড়িল ফ্লাইওভার এলাকায় নেতৃত্বে থাকবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ও সাবের হোসেন চৌধুরী। কুড়িল ফ্লাইওভার থেকে হোটেল রেডিসন এলাকায় নেতৃত্বে থাকবেন সানজিদা খানম ও হাবিবুর রহমান মোল্লা। হোটেল রেডিসন থেকে কাকলী মোড় পর্যন্ত থাকবেন কামাল আহমেদ মজুমদার। কাকলী মোড় থেকে জাহাঙ্গীর গেটে পর্যন্ত থাকবে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসমূহ। জাহাঙ্গীর গেট থেকে র্যাংগস ভবন এলাকায় থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আসলামুল হক। র্যাংগস ভবন থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম। সংসদ ভবন থেকে গণভবন এলাকায় নেতৃত্ব দেবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।পুরো সংবর্ধনা অনুষ্ঠান তদারকি করবেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ এবং সাধারণ সম্পাদক মোফজ্জল হোসেন চৌধুরী মায়া। রাস্তার পাশে দাঁড়িয়ে এমন সংবর্ধনায় নাগরিক দুর্ভোগ বাড়বে কি-না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনিবার রাস্তায় যান চলাচলের চাপ কম থাকে। এরপরেও আমরা বিশেষ মনিটরিং সেল গঠন করেছি। নাগরিকের চলাফেরায় কোনো প্রকার প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া আছে। এএসএস/ জেডএইচ/এসকেডি/পিআর
Advertisement