আন্তর্জাতিক

ফিলিপাইনে নারকেলের তাড়ি খেয়ে ১১ জনের মৃত্যু

ফিলিপাইনে নারকেলের তাড়ি খেয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিন শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে অনেকেই একটি ক্রিসমাস পার্টিতে অংশ নিয়েছিলেন। খবর এনডিটিভির।

Advertisement

রাজধানী ম্যানিলার দক্ষিণের দুই প্রদেশ লেগুনা ও কুইজোনে নারকেলের তাড়ি থেকে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। এসব প্রদেশে ছুটির দিনে বা যে কোনো উৎসবে এ ধরনের তাড়ি খাওয়া বেশ জনপ্রিয়।

বৃহস্পতি থেকে শুক্রবার এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া দু'জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানানো হয়েছে। এই ঘটনা তদন্ত করবে স্বাস্থ্য দফতর। গত বছর এ ধরনের তাড়ি খেয়ে ২১ মানুষের মৃত্যু হয়েছে।

Advertisement

টিটিএন/পিআর