দেশজুড়ে

জমির দাবিতে আদিবাসী ভূমিহীনদের ঘেরাও কর্মসূচি

সনদপত্র দাও, নইলে গদি ছেড়ে দাও এরকম স্লোগান দিয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করে আদিবাসী ভূমিহীন ও বর্গাচাষিরা। বৃহস্পতিবার বেলা ১১টায় ভূমিহীন ও বর্গাচাষিরা সনদপত্রের দাবিতে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করে। ঘেরাও কর্মসূচির সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আদিবাসীদের বৈঠক অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে আবেদন করার জন্য পরামর্শ দিয়ে তাদের বলেন, আপনাদের আবেদনের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে ওই আন্দোলনকারীদের আদিবাসী নেতা ছাদেক মুর্মু ও ইঞ্জিনিয়ার এস,আই সফিক বলেন, অত্র এলাকার শত শত পরিবার ভূমিহীন। তাদের কোনো আশ্রয় নেই। সনদপত্র দিলেই ভূমিহীন ও বর্গাচাষিরা ওইসব জমিতে বাড়িঘর করে আশ্রয় খুঁজে নেবে। এমদাদুল হক মিলন/এমজেড/পিআর

Advertisement