দেশজুড়ে

শীতে অসুস্থ শিশু-বৃদ্ধ, হাসপাতালে ভিড়

শৈত্যপ্রবাহ ও শীতের দাপটে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী ও দরিদ্র মানুষকে। সেই সঙ্গে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ নানা বয়সী মানুষ।

Advertisement

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোগবালাই। শিশু ও বয়স্কদের বেশি আক্রান্ত করেছে শীত। ঠান্ডাজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করছে মানুষ। পিরোজপুর সদর হাসপাতালে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঠান্ডায় কাশি, অ্যাজমা, জ্বর, নিউমোনিয়া ও অ্যালার্জিতে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে শিশু ও বয়স্করা। তাদের চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা।

রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত নয় মাস বয়সী সাকিবকে নিয়ে আসেন মা রুশনারা আক্তার।

Advertisement

তিনি বলেন, গত কয়েকদিনের ঠান্ডায় সাকিব জ্বরে আক্রান্ত হয়। পরে হাসপাতাল এলে ডাক্তার জানান সাকিবের নিউমোনিয়া হয়েছে। এখন তার চিকিৎসা চলছে।

একই হাসপাতালে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ মো. শাহজাহান বলেন, ঠান্ডায় আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে। তাই চিকিৎসা নিতে এসেছি। এখানে প্রচুর শীত। এজন্য রোগে আক্রান্ত হচ্ছে সবাই।

পিরোজপুর সদর হাসপাতালেরর সিভিল সার্জন ফারুক আলম বলেন, শীতে ঠান্ডাজনিত রোগবালাই বেশি দেখা দেয়। বিশেষ করে কাশি, অ্যাজমা, জ্বর, অ্যালার্জি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয় মানুষ। এ সময়ে বাতাসে ধুলাবালু বেশি থাকায় অনেকের অ্যালার্জি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। এসব রোগ-বালাই থেকে মুক্তির একমাত্র উপায় সচেতনতা।

এএম/এমএস

Advertisement