রাজনীতি

নুরকে দেখতে হাসপাতালে গিয়ে বাধার মুখে নানক নাছিম

হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে।

Advertisement

রোববার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুর। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। হামলায় অন্তত ৩২ জন আহত হন।

সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নুরসহ আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত বাকিদের চিকিৎসা শেষে ঢামেক থেকে ছেড়ে দেয়া হয়েছে

ওই হামলার ৭ ঘণ্টা পর আহত নুরকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়াম সদস্য নানক ও নাছিম।

Advertisement

তবে হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। আওয়ামী লীগের দুই নেতাকে সামনে পেয়ে তাদের বিরুদ্ধে স্লোগানও দেয়া শুরু করেন অনেকে। এরপর তারা সাংবাদিকদের বলেন, হাসপাতালে যারা স্লোগান দিয়ে পরিবেশ নষ্ট করছে তারা কী উদ্দেশে এগুলো করছে, তা পুলিশ খতিয়ে দেখবে।

একই সঙ্গে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে বলেও জানান তারা। এ বলেও হুঁশিয়ারি দেন, বিশ্ববিদ্যালয়কে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। কোনোভাবেই এসব করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হতে দেয়া হবে না। এ ঘটনায় দায়ীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে।

নুর ও অন্যান্য ছাত্রদের ওপর যে হামলা হয়েছে তা পৈশাচিক এবং এর পিছনে কাদের কী উদ্দেশ্য আছে তা পুলিশকে খুঁজে বের করার নির্দেশও দেন তিনি। কোনো গোষ্ঠীর কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়কে বেছে নিতে দেয়া হবে না বলেও দাবি করেন তারা।

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকরাও হামলার নিন্দা জানিয়েছেন।

Advertisement

এআর/এনএফ/এমএস