‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বাড়াতে দিনব্যাপী প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
২২ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে সেমিনারে সহযোগিতা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বায়রার সভাপতি বেনজীর আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
Advertisement
আলোচ্য বিষয়ের উপরে যুগ্ম সচিব নাসরীন জাহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। দক্ষতা ছাড়া বিদেশ যাওয়ার ক্ষতিকর দিক ও প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এসইউ/জেআইএম
Advertisement