মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৮ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার সকালের দিকে এ পুশব্যাকের ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের আটক করে দুপুরে মুজিবনগর থানায় নিয়ে যায়। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে আদালাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
এরা হলেন মাদারীপুরের মৃত সালাম ব্যাপারির ছেলে রবিউল ব্যাপারি (২০), রিটন হালদারের ছেলে সাকিল হালদার (২০), রহিম মুন্সির ছেলে সিরাজুর মুন্সি (২০), যশোরের মালেক সরদারের ছেলে আজিজুল সরদার (২৩), পান্নু ছেলে সুমন (২০), শ্রীজয় কুমার দাশের ছেলে শিমুল কুমার দাস (৩০), সাতক্ষীরার মৃত শাহাদত সরদারের ছেলে রিপন সরদার (২০) ও পিরোজপুরের রতন মোল্লার ছেলে মানিক মোল্লা (২১)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় বা রোববার ভোরে ভারতের পাথরঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে আটজন বাংলাদেশিকে পুশব্যাক করে। পরে তারা হেঁটে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে চলে আসে। সকালে তাদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। তারা বিভিন্ন মেয়াদে জেল খাটা শেষ হলে শনিবার রাতে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
Advertisement
আসিফ ইকবাল/এমবিআর/জেআইএম