সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবি আদায়ে গত ৬ ডিসেম্বর থেকে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ। টানা আন্দোলনের মধ্যে গত সপ্তাহের মঙ্গলবার থেকে আমরণ অনশন পালন করছেন তারা। কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে টানা আন্দোলনে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Advertisement
সংগঠনের প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, চাকরিতে যোগদানে বয়সসীমা ৩৫ বছর করাসহ চার দফা দাবিতে ১৭ দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে দিনরাত অবস্থান করছি। আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গত কয়েক দিনের অনশনে আমাদের সংগঠনের অধিকাংশ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজনের শরীরে স্যালাইন দেয়া হয়েছে। আবার কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আমাদের জীবন ঝুঁকির মধ্যে, তাই মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে মুখ তুলে তাকাবেন বলে আমরা আশা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হলে তাদের সব সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
Advertisement
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক উজ্জ্বল সরকার, রেশমা আক্তার, উজ্জ্বল বিশ্বাস, মুসাদ্দেক রাসেল, সোহেল মোশাররফ, মো. আবদুস সাত্তার (টুঙ্গিপাড়া), এস এ সজীব আহমেদ, নাজিম উদ্দিন, জিয়ারুল রহমান, মাসুমা রেজওয়ানা, রাজেশ মহাজন, জাকিরুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচএম/আরএস/জেআইএম