তথ্যপ্রযুক্তি

সাইবার হামলায় বিপর্যয়ে থাইল্যান্ডের ওয়েবসাইট

থাইল্যান্ডের সরকারি বেশ কয়েকটি ওয়েবসাইট সাইবার হামলায় বিপর্যস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এর আগে দেশটিতে ইন্টারনেট ব্যবহারের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদে ‘দ্য গ্রেট ফায়ারওয়াল অব থাইল্যান্ড’ নামে স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করে। এতে দেশটির হাজার হাজার মানুষ স্বাক্ষর করে।ডিস্টিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডিওএস) অ্যাটাকের কারণে স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওয়েবসাইটে ঢোকা যায়নি।এসআইএস/পিআর

Advertisement