পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের বিষয়ে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ড দুটি হলো- ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড।
Advertisement
রোববার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৭১১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ’র পরিবর্তে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট এখন থেকে ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করবে।
বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ফান্ড আইনের ৩১ ধারা অনুযায়ী, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনে ৭০ দশমিক ১০ শতাংশ ইউনিটধারীর লিখিত মতামত ও বিজিআইসির আবেদনের প্রেক্ষিতে বর্তমান সম্পদ ব্যবস্থাপক এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিবর্তনে অনুমোদন দিয়েছে কমিশন। একই সঙ্গে নতুন সম্পদ ব্যবস্থাপক হিসাবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়োগের অনুমোদন দিয়েছে।
এছাড়া ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডটির অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান পরিবর্তনে ৭২ দশমিক ৫০ শতাংশ ইউনিটধারীর লিখিত মতামত ও বিজিআইসির আবেদনের প্রেক্ষিতে বর্তমান সম্পদ ব্যবস্থাপক এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিবর্তনে অনুমোদন দিয়েছে কমিশন। একই সঙ্গে নতুন সম্পদ ব্যবস্থাপক হিসাবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়োগের অনুমোদন দিয়েছে।
Advertisement
এমএএস/আরএস/এমএস