গ্যাস চালিত গণপরিবহনের প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়ালেও পরিবহনের মালিকপক্ষ যাত্রীদের কাছ থেকে আদায় করছে বেশি ভাড়া। কিন্তু অধিকাংশ পরিবহনেই দেখা যায়নি বিআরটিএ অনুমোদিত নতুন ভাড়ার চার্ট। বৃহস্পতিবার রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী সরেজমিনে ঘুরে দেখা গেছে এ চিত্র। তবে মালিকপক্ষ থেকে বলা হচ্ছে, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের নতুন ভাড়ার মূল্য নির্ধারণের আদেশের কপি সংশ্লিষ্টদের মাধ্যমে এখনো তাদের হাতে পৌঁছায়নি। পাওয়া মাত্র তালিকা ঝুলানো হবে। এদিকে, বিআরটিএ বলছে নতুন মূল্য তালিকার কপি পাঠানো হয়েছে। দুপুরে মহাখালীতে সরেজমিনে দেখা গেছে, গ্যাস চালিত অধিকাংশ লেগুনার মধ্যে নেই নতুন ভাড়ার তালিকার চার্ট। তবে যাত্রীদের কাছ থেকে ঠিকই নতুন ভাড়ার হিসেব অনুযায়ী টাকা আদায় করা হচ্ছে। এসময় লেগুনা চালক ও হেলপাররা ১০ টাকার ভাড়া ২০ টাকা দাবি করায় যাত্রীদের সঙ্গে তুমুল বাক বিতণ্ডাও হতে দেখা গেছে। এ ব্যাপারে কথা হয় লেগুনা মালিক সমিতির সদস্য হারুন অর রশিদ মোল্লার সঙ্গে। তিনি জাগো নিউজকে জানান, মিরপুর-মহাখালী রুটে আমার নিজের মালিকানার লেগুনা চলে ৪টি। এর প্রত্যেকটিতেই চার্ট লাগানো হয়েছে। লেগুনা মালিক সমিতির সভাপতি সেলিম জানান, যারা আমাদের লেগুনার নিয়মিত যাত্রী তাদের ভাড়ার বিষয়ে কনসিডার করার কথা ভাবা হলেও তা নিয়ে অন্য যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে। তাই সবার জন্যই একই ভাড়া আদায় করা হচ্ছে। নতুন ভাড়ার আদেশের কপি আমাদের হাতে পৌঁছালে তা লেগুনায় তালিকা চার্ট আকারে ঝুলিয়ে দেয়া হবে। এদিকে, উত্তর বাড্ডা পর্যন্ত চলাচলকারী বিকল্প, আলিফ, রইছ, হিমালয়, ও মিরপুর থেকে গুলশান হয়ে বাড্ডা পর্যন্ত চলাচলকারী বাসেও লাগানো হয়নি নতুন ভাড়ার চার্ট। এই পরিবহনের সব বাসেই আগে থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছিল। নিয়ম অনুযায়ী লোকাল বাসে সর্বনিম্ন ভাড়া ছিল ৫ টাকা। গেটলক বাসে ছিল ৭টা। কিন্তু এই পরিবহনের প্রত্যেকটি বাসেই আদায় করা হচ্ছিল সর্বনিম্ন ১০টা। দুপুরে আলিফ পরিবহনের হেলপার রেজানুর বলেন, গ্যাস চালিত হলেও আমাদের বাসে নতুন করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। প্রসঙ্গত, চলতি বছরের ২৭ আগস্ট বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম প্রতি ঘনমিটার পাঁচ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়, যা গত মাস থেকে কার্যকর হয়েছে। তবে এই সিদ্ধান্তের ১ মাস পর পহেলা অক্টোবর থেকে বাস ভাড়ার নতুন এই কাঠামো যাত্রী পর্যায়ে কার্যকর করা হয়। তবে গ্যাসের দাম বাড়ানোর সময় বলা হয়েছিল এর প্রভাব গ্যাস চালিত সাধারণ যাত্রীদের উপর খুব একটা পড়বে না। ভাড়ার নতুন কাঠানো অনুযায়ী আজ (বৃহস্পতিবার) থেকে রাজধানীসহ আশপাশের পাঁচ জেলা এবং চট্টগ্রামে বাস-মিনিবাসের নতুন ভাড়া কার্যকর হয়েছে। নতুন এই কাঠামোতে প্রতি কিলোমিটারের ভাড়া বেড়েছে মাত্র ১০ পয়সা, সর্বনিম্ন ভাড়া আগের মতোই ৭ টাকা এবং মিনিবাসের ৫ টাকা বহাল রয়েছে। তবে প্রায় সব বাস ও লেগুনা মালিকপক্ষ এই আদেশ অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। বিআরটিসির পরিচালক (অ্যাডমিন) মো. শামসুল আলম জানিয়েছেন, টিআরটিসির কোনো বাসে নতুন মূল্য তালিকা ঝুলানো না হলে ব্যবস্থা নেয়া হবে। গত ২৯ সেপ্টেম্বর নতুন ভাড়ার মূল্য তালিকা পাঠানো হয়েছে। বিআরটিএ এর চেয়ারম্যান নজরুল ইসলাম খান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইলফোন রিসিভ করেন নি।# বাড়তি ভাড়ায় যাত্রীদের ক্ষোভজেইউ/এসকেডি/পিআর
Advertisement