দেশজুড়ে

কুষ্টিযায় গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

কুষ্টিয়ার কুমারখালীতে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় জুলিয়া খাতুন (৩৫) নামের এক গৃহবধূর উপর অ্যাসিড নিক্ষেপ করেছে আলামীন নামের এক বখাটে যুবক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের সেরকান্দি মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত গৃহবধূ বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের ব্যবসায়ী আব্দুর রহিমের স্ত্রী।জুলিয়া খাতুন জাগো নিউজকে জানান, তিনি সেরকান্দি গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন। বেশ কিছুদিন ধরে প্রতিবেশি আবুল কালামের ছেলে আলামীন (৩০) তার (জুলিয়া) মুঠোফোনে ফোন দিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ কারণে বিরক্ত হয়ে তিনি আলামীনের মুঠোফোন নম্বরটি ব্লক লিস্টে রাখেন। পরে আলামীন নতুন আরেকটি নম্বর দিয়ে জুলিয়াকে ফোন দিয়ে আবারও উত্যক্ত করা শুরু করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দোকানে যাবার সময় ইঞ্জেকশনের সিরিঞ্জের সাহায্যে জুলিয়াকে লক্ষ্য করে এডিস নিক্ষেপ করে পালিয়ে যান আলামীন। এসময় জুলিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ক্ষতস্থানে পানি ঢালেন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অ্যাসিডে জুলিয়ার ডান কানের কাছাকাছি স্থানে, পিঠ ও ডান হাত পুড়ে গেছে। কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জাগো নিউজকে জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া কুষ্টিযার পুলিশ সুপার প্রলয় চিসিম সংবাদ পেয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত গৃহবধূ জুলিয়া খাতুনের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।আল-মামুন সাগর/এমজেড/পিআর

Advertisement